খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

বিনা চিকিৎসায় ধুকছেন যশোরের সাংবাদিকদের তুখোড় নেতা মন্টু

নিজস্ব প্রতিবেদক, যশোর

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাংবাদিকদের এক সময়ের তুখোড় নেতা মহিদুল ইসলাম মন্টু। প্রেসক্লাব যশোরের সদস্য ও সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকারী এই নেতা বর্তমানে বাকরুদ্ধ ও শারীরিক নানা জটিলতা নিয়ে শয্যাশায়ী। যশোরের চৌগাছা উপজেলার নারায়নপুর ইউনিয়নে বোনের বাড়িতে বিনা চিকিৎসা মুমূর্য অবস্থান তিনি করছেন।

বৃহস্পতিবার (০৩ আগস্ট) দেখা যায়, বোনের বাড়ির একটি বারান্দায় সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টু কঙ্গালসার অবস্থায় শুয়ে আছেন। তার দুই হাত উপরের দিকে কোকড়ানো অবস্থায় তোলা। পা সামান্য ভাজ করা। একাধারে তিনি হাত ও পা একসাথে নাড়াচাড়া করছেন। তিনি শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকছেন। মাঝে মধ্যে মাথা ঘুরিয়ে দেখছিলেন। কিন্তু কোন কথা বলতে পারছিলেন না।

বোন মাজেদা বেগম এবং বোনজামাই অবসরপ্রাপ্ত শিক্ষক সফিউদ্দিন জানান, প্রায় ছয় মাস হলো মহিদুল ইসলাম মন্টুকে যশোর শহরের বাড়ি থেকে তারা নিয়ে আসেন। সে সময় মন্টু টেনে টেনে কথা বলতে পারলেও এখন তার কথা বন্ধ হয়ে গেছে। ২০ দিন মতো হলো তিনি এ পরিস্থিতিতে আছেন। এখন সারাক্ষণ শুধু হাত-পা নাড়ান।

তারা জানান, গ্রামে নিয়ে আসার পর চিকিৎসার জন্যে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু কোন উন্নতি না হয়ে দিন দিন অবনতি হয়েছে। বর্তমানে অবস্থা খুবই খারাপ। চিকিৎসকরা জানিয়েছেন, স্ট্রোকজনিত কারণে তার মাথার শিরায় রক্ত জমে রয়েছে। একটি কিডনি আগে থেকেই ড্যামেজ হয়ে আছে। অন্য একটিতে পাথর জমেছে। গ্রামে নিয়ে যাওয়ার পর তিনি তিনবার স্ট্রোক করেন বলেও জানান স্বজনেরা। এরপরই তিনি অনেকটা প্যারালাইজড হয়ে গেছেন। পরিবারের সদস্যরা মহিদুল ইসলাম মন্টুর জন্যে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

মহিদুল ইসলাম মন্টু প্রেসক্লাব যশোরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন। ছিলেন অবিভক্ত যশোর সাংবাদিক ইউনিয়নের একাধিকবার নির্বাচিত সাধারণ সম্পাদক। সংগঠনের সর্বশেষ কমিটিতেও তিনি শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবলের সাথে সম্পাদক পদে থেকে নেতৃত্ব দিয়েছেন। সংগঠনটি বিভক্ত হওয়ার পর সাংবাদিক ইউনিয়ন যশোর গঠিত হলে তিনি ছিলেন এই সংগঠনের একাধিকবারের সাধারণ সম্পাদক ও সভাপতি। এছাড়া তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য।

যশোরের সাংবাদিকসহ সংবাদপত্রসেবীদের নানা আন্দোলন সংগ্রামে মহিদুল ইসলাম মন্টু বরাবরই অগ্রণী ভূমিকা পালন করেছেন। সেই তিনিই আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বিনা চিকিৎসায় মানবেতর জীবন যাপন করছেন। তাকে দেখা ও চিকিৎসা করানোর জন্য যশোর সাংবাদির সমাজের কেউ নেই। ধীরে ধীরে মৃত্যুর পথে এগিয়ে যাচ্ছেন এক সময়কার যশোরের সাংবাদিক সমাজের তুখোড় নেতা মহিদুল ইসলাম মন্টু।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!