খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে শিবপদ মন্ডল নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় দাকোপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কামিনিবাসিয়া এলাকায় এঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তি কয়রা উপজেলার মহেশ্বরিপুর ইউনিয়নের হড্ডা এলাকার বাসিন্দা।
স্থানীয় ইউপি সদস্য (মেম্বর) ক্ষিতিশ গোলদার জানান, কয়রা উপজেলার মহেশ্বরিপুর ইউনিয়নের হড্ডা এলাকার শিবপদ মন্ডল ও তার স্ত্রী ভক্তি মন্ডল জামাই মিঠুন বৈদ্য‘র বাড়ি বেড়াতে আসেন।
সোমবার সন্ধ্যায় মিঠুনের স্ত্রী মনিষা বৈদ্য গোসল শেষে ভিজে কাপড় মেলে দিতে যায়। এ সময়ে বাঁশের চটার আড়ে কাপড় দিতে গিয়ে বিদ্যুতের তারের উপর পড়ে। পরে কাপড় টেনে আনতে গেলে তারে ছিদ্র থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
এসময়ে মেয়ের চিৎকারে বাবা শিবপদ, মা ভক্তি ও শাশুড়ি শিবানী বৈদ্য বাঁচাতে ছুটে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। পরবর্তীতে আশপাশের লোকজন এসে বিদ্যুৎ লাইন বন্ধ করে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময়ে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মিনার্ভা রায় শিবপদকে মৃত ঘোষণা করেন। পরে মৃত ব্যক্তির লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
এব্যাপারে দাকোপ থানার পুলিশ পরিদর্শক (ওসি) উজ্জ্বল কুমার দত্ত বলেন, বিদ্যুৎ স্পৃষ্ঠে নিহতের এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
খুলনা গেজেট/ এসজেড