খুলনা, বাংলাদেশ | ২৮ আশ্বিন, ১৪৩১ | ১৩ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯১৫
  ময়মনসিংহে ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের মৃত্যু
  এমন রাষ্ট্র গঠন করতে চাই যা নিয়ে দুনিয়ার সামনে গর্ব করা যায়, ঢাকেশ্বরী মন্দিরে শুভেচ্ছা বিনিময় শেষে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
  আজ মধ্যরাত থেকে ইলিশ ধরা-বিপণনে ২২ দিনের নিষেধাজ্ঞা

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে খুলনায় মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং ব্যয় সংকোচন বিষয়ে মতবিনিময় সভা আজ (বৃহস্পতিবার) বিকেলে খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভাপতি তাঁর বক্তৃতায় বলেন, আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদন করতে ইউনিট প্রতি যে খরচ হয় তার চেয়ে কমমূল্যে গ্রাহকদের কাছে বিদ্যুৎ বিক্রি করা হয়। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সংশ্লিষ্ট খাতগুলোকে সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আনা হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী বিদ্যুতের ব্যবহার কমপক্ষে ২৫ শতাংশ কমাতে হবে। দেশ ও জাতির জন্য এই সাশ্রয় এখন জরুরি। লোডশেডিং এর ক্ষেত্রে নির্দিষ্ট সময়সূচি মেনে চলা এবং নির্ধারিত সময়সূচি জনসাধারণের মাঝে প্রচারের ব্যবস্থা করতে হবে। দোকান ও মার্কেটগুলো রাত আটটায় বন্ধের বিষয়টি নিশ্চিত করতে হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান খান, ওজোপাডিকোর প্রধান প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোঃ লিঃ এর প্রধান প্রকৌশলী হাসিবুর রহমান, বাংলাদেশ ব্যাংক এর অতিরিক্ত পরিচালক শেখ মোঃ শাহরিয়ার রহমান, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!