খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, বিএনপি-জামায়াত তাদের কৌশল পরিবর্তনের মধ্যদিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। তারা আরেকটি জঘন্য নারকীয়তা ঘটিয়ে দেশকে পিছিয়ে নিতে চায়। সে কারণেই দলের তৃণমুল নেতাকর্মীদের এখন থেকে অত্যন্ত সজাগ দৃষ্টি রাখতে হবে।
তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সংগঠনে কোন অনুপ্রবেশকারী থাকতে পারবে না। তৃণমূল থেকেই এদেরকে চিহ্নিত করে দলকে পরিশুদ্ধ করতে হবে। প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার রূপকল্প বাস্তবায়নে সকলকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।
সোমবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় দলীয় কার্যালয়ে নগরীর ৫ ও ৬ নং ওয়ার্ডের যাচাই বাছাই অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, দৌলতপুর থানা আওয়ামী লীগ সভাপতি শেখ সৈয়দ আলী, দৌলতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বন্দ, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মোশাররফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মফিজুল ইসলাম হিরু, ৬নং ওয়ার্ডের সভাপতি মনিরুল ইসলাম তরফদার, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ হাওলাদার, ৬ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাফর ইকবাল মিলন, সাবেক সভাপতি আব্দুল হক, সাবেক সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী মজনু, কাউন্সিলর শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, কাউন্সিলর সাহিদা বেগম ।
খুলনা গেজেট/ এস আই