খুলনায় সড়ক দুর্ঘটনায় আহত এজাজ হোসেন মারা গেছেন। শুক্রবার (২২ অক্টোবর) সকাল নয়টার দিকে বাংলাদেশ ব্যাংক স্টাফ কোয়ার্টার (রূপসা) সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত এজাজ হোসেন রূপসা উপজেলার তালিমপুর গ্রামের সারওয়ার হোসেনের ছেলে।
খুলনা থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন জানান, সকাল সাড়ে নয় টার দিকে এজাজ বাংলাদেশ ব্যাংক কোয়ার্টারের সামনে পৌছালে পিছন থেকে একটি বাস তাকে ধাক্কা দেয়। বাসের কোন নম্বর প্লেট ছিলনা বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তাকে উদ্ধার করে প্রথমে খুলনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
খুলনা গেজেট/এএ