বাল্যবিয়ে রোধে মোবাইল অ্যাপসের উদ্বোধন ও আলোচনা সভার মধ্যদিয়ে যশোরের মণিরামপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যশোরের আয়োজনে এবং উপজেলা জাতীয় মহিলা সংস্থার সহযোগিতায় দিবসটি পালিত হয়।
এ উপলক্ষ্যে সোমবার (৮ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোবইল অ্যাপস উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা পরিষদের যশোর জেলা সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচর্য্য।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান। জানাযায়, বাল্যবিয়ে রোধে তৈরী করা সিএমপি মোবাইল অ্যাপসে মণিরামপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ের ১৭ হাজার ছাত্রীদের তথ্য যুক্ত করা হয়েছে। বাল্য বিবাহের সংবাদ দিতে ১০৯ নম্বরে কল করলে তথ্য ভান্ডার থেকে ছাত্রীর নাম, পিতা, শ্রেণী ও বিদ্যালয়ের নামসহ সকল প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রীয়ভাবে পেয়ে যাবেন প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নারী দিবসের আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) পলাশ কুমার দেবনাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্ত্তী বাচ্চু প্রমুখ। এছাড়া আলোচনা সভায় সরকারী বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এমএইচবি