সন্ত্রাসী হামলায় নিহত দিঘলিয়া উপজেলায় বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেনের শূন্য হওয়া চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দী দুই প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেছেন রিটার্নিং অফিসার।
দিঘলিয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী ও রিটার্নিং অফিসার মোঃ বজলুর রশীদ আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় আওয়ামীলীগের মনোনীত প্রার্থী গাজী সাহাগীর হোসেন পাভেলকে নৌকা এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ কামাল বিশ্বাসকে আনারস প্রতীক বরাদ্দ প্রদান করেন।
নির্বাচনে অপর স্বতন্ত্র প্রার্থী ও চেয়ারম্যান গাজী জাকির হোসেন হত্যা মামলার অন্যতম আসামি শেখ আনসার উদ্দিনের মনোনয়নপত্র ঋণ খেলাপির অভিযোগে বাতিল হওয়ায় এ নির্বাচনে লড়াই হবে দ্বিমুখী। প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর বাড়ি একই গ্রাম বারাকপুরে। একজন ঐ গ্রামের প্রভাবশালী গাজী বংশের উদীয়মান তরুণ । ভোটের হিসেবে অন্যজন বারাকপুরের সর্বোচ্চ ভোট ব্যাংক নিকারী সম্প্রদায়ের উদীয়মান তরুণ।
আগামী ২ নভেম্বর এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায, ঐদিন সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।