শুরুর ধাক্কা সামলে বড় সংগ্রহ করেছে ইংল্যান্ড। বাটলারের ঝড়ো শতকে শ্রীলঙ্কাকে ১৬৪ রানের চ্যালেঞ্জ দিয়েছে ইংলিশরা। এর আগের ম্যাচেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঝোড়ো ব্যাটিং করেছেন জস বাটলার। মাত্র ১২৬ রানের লক্ষ্য টপকাতে নেমে ৩২ বলে ৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। অজিদের বিপক্ষে যেখানে শেষ করেছিলেন, আজ (সোমবার) শ্রীলঙ্কার বিপক্ষে সেখান থেকেই যেন শুরু করেন বাটলার। ব্যাট হাতে ঝড় তুলে ইনিংসের শেষ বলে ছয় হাঁকিয়ে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেন তিনি। এটি চলতি বিশ্বকাপেও কোন ব্যাটসম্যানের প্রথম সেঞ্চুরি।
বাটলারের শতকের উপর ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে স্কোর বোর্ডে ১৬৩ রানের পুঁজি পেয়েছে ইংল্যান্ড। বাটলার শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১০১ রানে। ৬৭ বলে শতক ছোঁয়া বাটলার তার ৬৭ বলের ইনিংটি সাজিয়েছেন সমান ৬টি করে চার-ছয়ের মারে।