যশোরের বাঘারপাড়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন আহত হয়েছেন। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টায় উপজেলার জামদিয়া এলাকায় খুলনা-কালনা সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, বাসের চালক নড়াইলের নড়াগাতি থানার বড়দে মহারণ গ্রামের মনির হোসেন, যাত্রী যশোরের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা গ্রামের রফিকুল ইসলাম, একই উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের জুয়েল হোসেন, অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের মনির আলী ও নড়াইল শহরের প্রভাকর কুমার।
বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এদিন সকাল সাড়ে নয়টার দিকে খুলনা থেকে যাত্রীবাহী একটি বাস (যশোর-ব-১১-০১৩৫) নড়াইলের কালনার উদ্দেশ্যে যাচ্ছিলো। অপরদিকে যশোরের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা বাজার থেকে খুলনার উদ্দেশ্যে তাজ আনন্দ কোম্পানীর একটি যাত্রীবিহীন বাস (ঢাকা মেট্রো-ব-১১-৫৯৩৩) খুলনার দিকে যাচ্ছিলো। বাদুধুটি বাঘারপাড়ার জামদিয়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির কারণে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় যাত্রীবাহী বাসের চালকসহ ওই পাঁচজন যাত্রী আহত হন।
খবর পেয়ে বাঘারপাড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এদেরমধ্যে বাস চালক মনির হোসেনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও যাত্রী মনির আলীকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
বাঘারপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ইমরানুর কবীর জানান, দুর্ঘটনার পরই যাত্রীবিহীন বাসের চালক পালিয়ে গেছে। তার পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
খুলনা গেজেট/ এস আই