খুলনা, বাংলাদেশ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ড. ইউনূস ১৮ কোটি জনগণের, পদত্যাগ চাই না : ফারুক
  ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

অভয়নগরে কৃষক দল নেতা হত্যায় ২০ বাড়িতে আগুন, আটক ২

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের অভয়নগরে দুর্বৃত্তদের গুলিতে কৃষক দল নেতা তরিকুল ইসলাম (৫০) খুনের ঘটনায় বিক্ষুব্ধ জনগণ ডহর মশিয়াহাটী গ্রামের ২০টি বাড়িতে আগুন দিয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাতব্যাপী এ ঘটনা ঘটে।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ডহর মশিয়াহাটী গ্রামে তরিকুল ইসলামকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটী গ্রামে বেড়েধা এলাকায় পিন্টু বিশ্বাসের বাড়িতে যান তরিকুল ইসলাম ও তার সহযোগী সুমন। সেখানে মৎস্য ঘেরের জমির চুক্তিপত্র নিয়ে পিন্টুর সঙ্গে তরিকুলের তর্ক হয়। একপর্যায়ে অজ্ঞাত ৬/৭ জন দুর্বৃত্ত বাড়িতে ঢুকে তরিকুলকে গুলি করে পালিয়ে যায়।

কৃষক দলের নেতার মৃত্যু খবর ছড়িয়ে পড়লে ওই রাতে উত্তেজিত জনতা পিন্টু বিশ্বাসসহ আশপাশে ২০টি বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এদিকে, শুক্রবার (২৩ মে) আসরের নামাজের পর অভয়নগরের ধোপাদী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তরিকুল ইসলামের দাফন সম্পন্ন হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলিম বলেন, কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যার কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় এখনই জানানো যাচ্ছে না। বাকিদের আটকে অভিযানে রয়েছে পুলিশ।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!