যশোরের চুড়ামনকাটিতে ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা করে তার গাড়িটি ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে চুড়ামনকাটি বাজার সংলগ্ন ব্র্যাক অফিসের পাশে রাস্তায় রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত চালকের নাম ডাবলু (৬৫)। তিনি যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, ডাবলু প্রতিদিনের মতো শনিবার সকালে ইজিবাইক নিয়ে বের হন। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীদের হামলার শিকার হয়ে তিনি প্রাণ হারিয়েছেন।
ছিনতাইকারীরা তাকে রাত ৮টার দিকে চূড়ামনকাটি বাজার থেকে ভাড়া করে নিয়ে ব্রাক অফিসের পাশে কুপিয়ে হত্যা করে তার গাড়িটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে ধারণা করেছে পুলিশ ও পরিবারের সদস্যরা। তার গাড়িটি এখনো উদ্ধার হয়নি।
সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ জানান, ঘটনার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। হত্যাকাণ্ডের কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছে না।
নিহতের পরিবারের সদস্যরা জানান, ডাবলু ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী বলছেন, ডাবলু একজন শান্ত ও নিরীহ মানুষ ছিলেন। যার সঙ্গে কারো কোনো বিরোধ ছিল না।
খুলনা গেজেট/এনএম