যশোরের বাঘারপাড়া উপজেলার ভাংগুড়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে বাজারের মিলন মার্কেটের স্বপ্না ট্রেডার্স পুড়ে ছাই হয়েছে। আগুনে দোকানের প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে এলাকাবাসী ও ব্যবসায়ী দাবি করেছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে মার্কেটের স্বপ্না ট্রেডার্সে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
যশোর-নড়াইল সড়কের পাশে হওয়ায় চলাচলরত পণ্যবাহী ট্রাক চালকদের চিৎকার ও হুইসেলের শব্দে ঘুম থেকে জেগে ওঠে আশেপাশের মানুষ। এসময় তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়, কিন্তু ততক্ষণে স্বপ্না ট্রেডার্সের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ দোকানে সিমেন্ট, ডিজেল, পেট্রোল, সার ও কীটনাশক বিক্রি করা হতো। আগুনে এসব মালামাল পুড়ে আনুমানিক ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বাঘারপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার আয়ুব হোসেন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে বাঘারপাড়া ও নড়াইলের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে কর্মকর্তারা ধারণা করেছেন।
এ বিষয়ে বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দীন জানান, অগ্নিকান্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে মামলায় বলা হয়েছে। এ কারণে বিষয়টি খতিয়ে দেখছে থানা পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে বলে ওসি জানান। বাজারে গত রাত থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
খুলনা গেজেট/ এস আই