বাগেরহাটে কৃষি বিপণন আইনে দু’টি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার র্যাব ও বাগেরহাট জেলা প্রশাসনের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
র্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, র্যাব-৬, সদর কোম্পানি, খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানাধীন কামলা বাজার এলাকায় কয়েকটি প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত বিএসটিআই এর লাইসেন্স ব্যতীত অবৈধভাবে সার ও কৃষি পন্য বিক্রয় করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব ও বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে মোরেলগঞ্জ কমলা বাজারে অভিযান পরিচালনা করে।
এ সময় লাইসেন্স ব্যতীত অবৈধভাবে সার ও কৃষি পন্য বিক্রয় এবং অনুমোদনের অতিরিক্ত সার মজুদ করণের দায়ে সততা এন্টারপ্রাইজ এর স্বত্তাধীকারী মোঃ মোশারফ হাওলাদারকে কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯/১(ক) ধারায় ৬০ হাজার টাকা ও মেসার্স জয় এন্টারপ্রাইজ এর সত্ত্বাধীকারী সরদার জাহিদুল ইসলামকে একই ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করেন।
আদায়কৃত অর্থ রাষ্টীয় কোষাগারে জামা রাখা হয়।