বাংলাদেশকে হারাতে বাংলাদেশের দুর্বল জায়গায় আঘাত করতে চায় আফগানিস্তান। উপমহাদেশের অন্য দলগুলোর মতো বাংলাদেশ-আফগানিস্তান লড়াইটাও হয় দেখার মতো। সেই বিগ ম্যাচ দিয়েই শুরু হচ্ছে দুই দলের বিশ্বকাপ। তার আগে আফগান দলের হুঙ্কার, নিজেদের শক্তি প্রয়োগ করতে চায় ঠিক বাংলাদেশের দুর্বলতায়।
দুই দলের সর্বশেষ লড়াইয়ে জয় পেয়েছে বাংলাদেশ। এমনকি সর্বশেষ দুই লড়াইয়ের কথা চিন্তা করলেও টাইগারদের শতভাগ সাফল্য। কিন্তু তার আগে দ্বিপাক্ষিক সিরিজে ঘরের মাঠে প্রথম দুই ম্যাচ হেরেই সিরিজ হার, এই গ্লানি তো সহজে মুছে যাওয়ার নয়। আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদিও সে কথা মনে করিয়ে দিলেন। এশিয়া কাপের হার থেকে শিক্ষা নিয়েই ঘায়েল করতে চান বাংলাদেশকে।
শহিদি বলেন, ‘আমরা একে অন্যের বিপক্ষে অনেক খেলেছি। কখনও আমরা জিতি, কখনও তারা। এশিয়া কাপে সর্বশেষ ম্যাচে তারা জিতেছে। আমরা আমাদের ভালোভাবে প্রস্তুত করেছি। আমরা আমাদের সেরাটা দিব। আমাদের শক্তিমত্তায় মনোযোগ দিয়ে আর বাংলাদেশের দুর্বলতা অনুযায়ী খেলব। আমরা সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করব।’
এই আফগান ম্যাচ নিয়ে দেশের ক্রিকেটে বয়ে গেছে ঝড়। শেষপর্যন্ত তামিম ইকবাল আর বিশ্বকাপ খেলতেই আসেননি। তামিম থাকলে হয়ত ফজলহক ফারুকির সাথে ব্যাটেলটা এবার জমে উঠলে উঠতেও পারত। তবে তামিম ইকবাল না থাকলেও আরেক তামিম তো আছেন, সেই তানজিদ হাসান তামিম আবার আফগানদের কাছে একেবারেই অচেনা। একইসাথে কি দুর্ভাবনার কারণ?
শহিদি জানালেন, বাংলাদেশের ১-২ জন ক্রিকেটার নয়, তারা ভাবছেন গোটা দল নিয়েই। তিনি বলেন, ‘আমি মিটিংয়েও ঠিক এই প্রশ্নের উত্তরে বলেছি, আমরা খেলব বাংলাদেশের বিপক্ষে। তাই আমাদের প্রত্যেক ক্রিকেটারের বিপক্ষেই পরিকল্পনা করতে হবে। আমরা জানি প্রত্যেক ক্রিকেটারের শক্তির জায়গা কোথায়, দুর্বলতা কোথায়। তবে নির্দিষ্ট কাউকে টার্গেট করছি না, ওদের ১১ ক্রিকেটারের বিরুদ্ধেই আমাদের ভালো করতে হবে।’
আইপিএলে আফগান ক্রিকেটারদের আলাদা কদর আছে। সেই সুবাদে রশিদ নবিরা ভারতে খেলে ভীষণভাবে অভ্যস্ত। আবার যারা আইপিএলে খেলেননি, তারাও কমবেশি ভারতে খেলেছেন। শহিদি তাই ভারতকে দেখছেন নিজেদের হোম ভেন্যু হিসেবে।
তিনি জানান, ‘আমাদের দলের অনেকেই আইপিএলে খেলে। আবার যারা আইপিএলে খেলে না, তারা এই কন্ডিশনে খেলেছে কারণ ভারত আমাদের হোম। আমরা কন্ডিশন সম্পর্কে জানি, আমরা এই এডভান্টেজ পুরো টুর্নামেন্টেই কাজে লাগাতে চাই। আমাদের মাইন্ডসেট এখন আগের চেয়ে ভিন্ন। আমি অধিনায়ক হিসেবে এই বিশ্বকাপে খুবই আশাবাদী।‘
খুলনা গেজেট/এমএম