খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বাংলাদেশের উন্নয়ন, সমৃদ্ধি আর মর্যাদা মানেই শেখ হাসিনা। বাঙালির পথচলার দিক নির্দেশনা হচ্ছে শেখ হাসিনা।
তিনি বলেন, শেখ হাসিনা ছিলো বলেই বাঙালিকে মাথা উঁচু করে বীরের জাতি হিসেবে দাঁড়াতে শিখিয়েছে। একসময়ে বলা হতো তলাবিহীন ঝুড়ি আজ সেটি মর্যাদার সাথে সমৃদ্ধি অর্জন করে বীরের জাতিতে পরিণত হয়েছে। এই মর্যাদা আর সমৃদ্ধিকে পুঁজি করেই আগামী প্রজন্মকে সন্ত্রাস ও মাদক মুক্ত বাংলাদেশ উপহার দিতে হবে। সেজন্যে সকল মতভেদ ভুলে কাঁধে কাঁধ রেখে সবাইকে একযোগে কাজ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে খুলনা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। সভা পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ।
এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এড. চিশতি সোহরাব হোসেন শিকদার, বেগ লিয়াকত আলী, মল্লিক আবিদ হোসেন কবীর, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বীর মুক্তিযোদ্ধা নুরইসলাম বন্দ, আবুল কালাম আজাদ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, মো. আশরাফুল ইসলাম, শেখ মো. আনোয়ার হোসেন, মো. শাহাজাদা, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, শেখ ফারুক হাসান হিটলু, বিরেন্দ্র নাথ ঘোষ, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, কাউন্সিলর শেখ মোশাররফ হোসেন, অধ্যা. রুনু ইকবাল, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, এড. মো. সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, মুক্তিযোদ্ধা শেখ মোশাররফ হোসেন, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল ওয়াদুদ, মনিরুজ্জামান খান খোকন, এস এম আকিল উদ্দিন, বিএম জাফর, বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব মিয়া, এড. একেএম শাহজাহান কচি, রনজিত কুমার ঘোষ, শেখ পীর আলী, মো. সফিকুর রহমান পলাশ, মীর বরকত আলী, অধ্যা. বরকত আলী, এস এম আসাদুজ্জামান রাসেল, মো. আমির হোসেন, বাদল সরদার বাবুল, মুন্সি নাহিদুজ্জামান, এস এম হাফিজুর রহমান হাফিজ, কাউন্সিলর রেক্সোনা কালাম লিলি, কাউন্সিলর কনিকা সাহা, নূরীনা রহমান বিউটি, নুরজাহান রুমি, রেজওয়ানা প্রধান, ফেরদৌসী আলম রিতা, পলাশী, আলমগীর মল্লিক, আইয়ুব আলী, তাজুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া দলীয় কার্যালয়ে শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে কোরআন খানি ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে কেককাটা হয়। বাদ জোহর নগরীর প্রত্যেক মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
খুলনা গেজেট/এনএম