যশোর ডিবি পুলিশ অভিযান চালিয়ে আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্য মনিরুজ্জামান জামালকে আটক করেছে। এসময় তার স্বীকারোক্তিতে ৫টি চোরাই মোটরসাইকেল পুলিশ উদ্ধার করেছে।
যশোরের বেনাপোল পোর্ট থানার একটি মোটরসাইকেল চুরি মামলার তদন্তের সূত্র ধরে পুলিশ বরিশালে অভিযান চালায়। ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকারের নেতৃত্বে এসআই আরিফুল ইসলাম, এসআই সোলাইমান আক্কাস, এসআই শামীম হোসেন, এএসআই রঞ্জন কুমার বসুর সমন্বয়ে একটি চৌকস টিম ২৩ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় বরিশাল বিমানবন্দর থানা এলাকা থেকে আন্তঃজেলা চোর চক্রের সদস্য মনিরুজ্জামান জামালকে আটক করেন। সে বরিশালের কাউনিয়া উপজেলা শহরের মৃত আব্দুল গনি মিয়ার ছেলে। এরপর তার স্বীকারোক্তি মোতাবেক পুলিশ বরিশাল শহরের বিভিন্ন স্থান থেকে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামি মনিরুজ্জামাল জামাল একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য বলে পুলিশের কাছে স্বীকার করে। তারা যশোরসহ দেশের বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করে কুরিয়ারের মাধ্যমে ও সরাসরি বরিশালে এনে ক্রয় বিক্রয় করে থাকে।
খুলনা গেজেট/এনএম