খুলনার কয়রায় সুন্দরবনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরে ফেরার পথে বন রক্ষীদের উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাঁপ দিয়ে নূরুল ইসলাম মোড়ল (৩৩) এক জেলে নিখোঁজ হয়েছে। সে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেতুলতলা গ্রামের সবুর মোড়লের ছেলে।
এব্যাপারে শনিবার (১৬ জুলাই) কয়রা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজের চাচা আব্দুল গনি মোড়ল।
সাধারণ ডায়েরি সূত্রে জানাযায়, শনিবার (৯ জুলাই) উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেঁতুলতলারচর গ্রামের নূরুল ইসলাম, আনারুল সরদার, বাবলু গাজী, মহিউদ্দিন গাজী, আবুল হোসেন গাজী, মনি সরদার ইয়াসিন বিশ্বাস, সুজা উদ্দিন গাজী, আবুল হোসেন গাজী নিষেধাজ্ঞা উপেক্ষা করে সুন্দরবনে মাছ ধরে ১৩ জুলাই শনিবার রাত আনুমানিক ১ টার সময় নৌকা যোগে বাড়ি ফেরার পথিমধ্যে শিবসা নদীর মার্কি যোয়ারীকানা নামক স্থানে পৌছালে জেলার দাকোপ উপজেলার নলীয়ান ফরেস্ট এস্টেশনের আওয়াতাধীন শিবসা বনরক্ষীদের টহলের সামনে পড়লে তাদেরকে গতিরোধের সংকেত দেন। তখন তারা ভয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে। বাকিরা সাতরিয়ে সুন্দরবনে উঠে লুকিয়ে থেকে ১৪ জুলাই রবিবার সকালে তারা বাড়িতে ফেরেন। কিন্তু নূরুল ইসলাম মোড়লের খোঁজ মেলেনি।
খুলনা রেঞ্জ কর্মকর্তা এ জেড এম হাসানুর রহমান খুলনা গেজেটকে বলেন, সুন্দরবনে বনজ সম্পদ সহ সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ উপেক্ষা করে কিছু জেলে মাছ ধরতে যায়, নিয়মিত টহলের সময় ১৩ জুলাই রাতে শিবসা টহল টিমের সামনে পড়লে তাদের গতিরোধের সংকেত দিলে তখন তারা নদীতে ঝাঁপিয়ে পড়ে। পরবর্তীতে শুনেছি এক জন জেলে নিখোঁজ হয়েছে। কয়রা থানায় একটি জিডিও করেছে তারা।
কয়রা থানার তদন্ত কর্মকর্তা মোঃ ইব্রাহিম আলী খুলনা গেজেটকে বলেন, মিসিং ডায়রি করার পরে কয়রা থানা পুলিশের একটি দল ও বন-রক্ষীদের সাথে নিয়ে সুন্দরবনের বিভিন্ন এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোঁজ করা হচ্ছে। এখনো তার কোন সন্ধান মেলেনি।
খুলনা গেজেট/ এস আই