খুলনা, বাংলাদেশ | ২৫ বৈশাখ, ১৪৩১ | ৮ মে, ২০২৪

Breaking News

  জিম্বাবুয়েকে ৯ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ
  হজ ভিসা ইস্যুর মেয়াদ ১১ মে পর্যন্ত বৃদ্ধি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের : হাব
  টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে কাভার্ডভ্যান-ট্রা‌ক সংঘ‌র্ষে চালক নিহত

ফুলতলায় লকডাউনে দোকান খোলায় ৩ প্রতিষ্ঠানে জরিমানা 

ফুলতলা প্রতিনিধি

করোনা সংক্রমণ রোধে খুলনা জেলা প্রশাসন ঘোষিত ফুলতলায় উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি ও ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে কঠোর বিধিনিষেধ কার্যকর করা হয়।

সোমবার (২৮ জুন) দুপুরে ফুলতলার বাজারে বিধি ভঙ্গ করে দোকান খুলে রাখায় ৩ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

দন্ডপ্রাপ্তদের মধ্যে এন আহমেদ এন্ড কোং এর মালিক ইমরান হোসেনকে ৫ হাজার, এস এস টাইলস এন্ড স্যানিটারী মালিক ইমদাদ হোসনকে ৫ হাজার, দে জুয়েলার্স এর মালিক সমর দেকে ২ হাজার এবং মাস্ক ব্যবহার না করায় আশরাফুল ইসলাম মানিককে ২শ’ টাকা এবং তাহমিন জারিকে ৩শ’ টাকা দন্ড প্রদান করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!