বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি দিয়ে ৩০ টাকা মূল্যের কূপন তৈরি করে র্যাফেল ড্রয়ের আয়োজন করা হয় খুলনার ফুলতলা উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ আবুল বাশার ও সদস্য সচিব মনির হাসান টিটোকে শোকজ করেছে বিএনপি। শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাদের শোকজ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১৬ ডিসেম্বর ফুলতলা উপজেলা বিএনপির উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচি সফল করতে ‘বাংলাদেশ উৎসব কুপন-২০২৪’ নামের র্যাফেল ড্রয়ের আয়োজন করে উপজেলা বিএনপি। বিষয়টি নিয়ে গত ১২ ডিসেম্বর জাতীয় দৈনিক সমকালে ‘বিজয় উৎসবের খরচ জোগাতে গ্রামে গ্রামে বিএনপির কুপন’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এনিয়ে দলের ভেতরে ও বাইরে তীব্র সমালোচনা তৈরি হলে ১৩ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে কুপন বিতরণ স্থগিত করার ঘোষণা দেন বিএনপি নেতারা।
শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত শোকজের চিঠিতে বলা হয়, ‘মহান বিজয় দিবস উপলক্ষে আপনারা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি দিয়ে কুপন তৈরী করে ‘বাংলাদেশ উৎসব’ এর আয়োজন করতে দলের নেতাকর্মীদের নিকট থেকে অর্থ সংগ্রহ করছেন-যা সম্পূর্ণরুপে দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও এক ধরণের চাঁদাবাজী।
সুতরাং দলের শৃঙ্খলা পরিপন্থী এ ধরণের কর্মকান্ডের জন্য আপনাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ০৩ (তিন) দিনের মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার জন্য আপনাদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে।’
খুলনা গেজেট/হিমালয়/এমএম