প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে যশোরেও চলছে টিকাদান উৎসব। মঙ্গলবার সকাল থেকে উৎসবমুখর পরিবেশে জেলার আটটি পৌরসভার ৭২টি ওয়ার্ডে এবং আটটি উপজেলার ৯৩ টি ইউনিয়নে এ গণটিকা দেয়া হচ্ছে।
সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন জানান, এদিন গণটিকা উৎসবে জেলায় এক লাখ ৪১ হাজার মানুষকে করোনারোধী ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হবে। তালিকাভুক্তরা টিকা কার্ডসহ বাড়ির নিকটবর্তী কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। তালিকাভুক্তদের বাইরে কারো এ টিকা গ্রহণের সুযোগ নেই। তবে বয়স্ক, প্রতিবন্ধী ও নারীরা তালিকাভুক্তিতে অগ্রাধিকার পাবেন।
এদিন, যশোর পৌরসভা এলাকার এক নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া আমতলা মোড়, দুই নম্বর ওয়ার্ডে সম্মিলনী ইনস্টিটিউশন, তিন নম্বর ওয়ার্ডে বিএড কলেজ, চার নম্বর ওয়ার্ডে পুলিশ লাইন টালিখোলা মোড়, পাঁচ নম্বর ওয়ার্ডে পৌর কমিউনিটি সেন্টার, ছয় নম্বর ওয়ার্ডে টাউন হল ময়দান, সাত নম্বর ওয়ার্ডে গোলপাতা জামে মসজিদের সামনে, আট নম্বর ওয়ার্ডে বেজপাড়া শ্রীধর পুকুর পাড় ও নয় নম্বর ওয়ার্ডে নাজির শংকরপুর জিরো পয়েন্ট মোড়ে মানুষকে গণটিকা দেয়া হচ্ছে। এসব কেন্দ্রগুলো নারী-পুরুষসহ মানুষের ব্যাপক ভিড় রয়েছে। সবাই আগ্রহ সহকারে এসব কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করছেন।
এরআগে উৎসবের প্রথম দফায় গত ৭ আগস্ট সারাদেশে গণটিকা কার্যক্রম পরিচালিত হয়। ওই দিনের গণটিকায় প্রথম ডোজ গ্রহীতাদের পরবর্তীতে ৭ সেপ্টেম্বর ২য় ডোজ দেয়া হয়। এবার গণটিকায় সারাদেশে একদিনে ৮০ লাখ মানুষকে করোনা টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
খুলনা গেজেট / এস আই