খুলনা, বাংলাদেশ | ১৪ কার্তিক, ১৪৩১ | ৩০ অক্টোবর, ২০২৪

Breaking News

  চট্টগ্রামে জুস কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট
  সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার

‘প্রতিনিয়ত চরিত্র বদলাচ্ছে দুর্যোগ’

নিজস্ব প্রতিবেদক

‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এ প্রতিপাদ্যকে স্লোগান করে খুলনার রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালি শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের সভাপতি রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান বলেন, ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদ্‌যাপিত হয়ে আসছে। পূর্বাভাস ও পূর্ব প্রস্তুতির কারণে বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা গেলেও প্রতিনিয়ত চরিত্র বদলাচ্ছে দুর্যোগের। এ ছাড়া রয়েছে ভূমিকম্প, বজ্রপাত ও মানবসৃষ্ট দুর্যোগ। যার মোকাবিলায় প্রশিক্ষিত জনবল কাঠামো গঠনের পাশাপাশি স্মার্ট প্রযুক্তি ব্যবহারও বৃদ্ধি করতে হবে।

সভা পরিচালক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিচুর রহমান বলেন, দুর্যোগের আগাম সতর্কবার্তা ও দৈনন্দিন আবহাওয়া বার্তা জানতে মোবাইলে ১০৯০ (টোল ফ্রি) ইন্টারএ্যাকটিভ ভয়েস রেসপন্স (আইভিআর) সেবা চালু হয়েছে। গত দুই দশকে আমাদের ভূখণ্ডে ১৮৫টি প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনেছে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় প্রান্তিক জনগোষ্ঠী।

রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের সভাপতিত্বে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিচুর রহমানের পরিচালনায় বক্তৃতা করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ শফিকুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: মাসুদ রানা, রূপসা ফায়ার সার্ভিসের সাব অফিসার বেল্লাল হোসেন, রূপসা প্রেস ক্লাবের সভাপতি এসএম মাহবুবুর রহমান, শিক্ষক বিষ্ণু রায়, উপ সহকারী প্রকৌশলী মোঃ আল আমিন শেখ, অফিস সহকারী সৈয়দ আজগর আলী, সাইফুল ইসলাম, হুমায়ূন আহম্মেদ, জাকির হোসেন, মোঃ ফয়সাল,সুখদেব বৈরাগী প্রমূখ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!