খুলনা, বাংলাদেশ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ড. ইউনূস ১৮ কোটি জনগণের, পদত্যাগ চাই না : ফারুক
  ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

জুলাই শহীদ সাকিব রায়হানের কবর জিয়ারত করলেন শিল্প উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

খুলনা সফরে এসে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ শেখ মোঃ সাকিব রায়হানের কবর জিয়ারত করলেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। এসময় তিনি শহীদের কবরে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন। তবে ছিলেন না শহীদের পিতা।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন বসুপাড়া কবরস্থানে সাকিব রায়হানের কবরে ফুলেল শুভেচ্ছা জানান উপদেষ্টা আদিলুর রহমান। এসময় তিনি মোনাজাতে অংশ নেন।

পরে তিনি নির্ধারিত কর্মসূচি খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর বিভিন্ন প্রকল্প দেখতে যান। এসময় কেডিএ চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাংগীর হোসেন, খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হকসহ কেডিএ’র উর্দ্ধতন কর্তৃপক্ষ এবং প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেডিএ’র প্রধান প্রকৌশলী সাবেরুল আলম বলেন, উপদেষ্টা আদিলুর রহমান খান কেডিএর কিছু প্রকল্প এলাকা দেখার জন্য খুলনা এসেছেন। শনিবার তাঁর যশোরে কর্মসূচি রয়েছে।

এদিকে সাকিব রায়হানের পিতা শেখ আজিজুর রহমান বলেন, কবর জিয়ারতের খবর তাকে আগে জানানো হয়নি। এজন্য তিনি জিয়ারতে অংশ নিতে পারেননি। তিনি সকাল থেকে তার নবপল্লীর মুদি দোকানে ছিলেন।

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত বছর (২০২৪) ১৯ জুলাই ঢাকার মিরপুরে পুলিশের গুলিতে নিহত হন সাকিব রায়হান। পরে তাকে খুলনায় এনে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। সাকিব রায়হান তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট। তিনি পবিত্র কুরআনের ১৮ পারার হাফেজ। খুলনা থেকে ঢাকায় গিয়েছিলেন চাকরির খোঁজে। কিন্তু আন্দোলনে অংশ নিয়ে শহীদ হয়ে বাড়ি ফেরেন।

 

খুলনা গেজেট/সাগর/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!