তেরখাদায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে জান্নাতুল আফরোজ স্বর্ণা যোগদান করেছেন। তিনি বৃহস্পতিবার (২২ মে) সদ্য বদলী হওয়া ইউএনও মোহাম্মদ শহীদুল্লাহের স্থলাভিষিক্ত হয়েছেন।
জানা যায়, তেরখাদায় যোগদানের আগে নবাগত ইউএনও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন।
নবাগত ইউএনও জান্নাতুল আফরোজ স্বর্ণা খুলনা গেজেটকে বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমি বদ্ধ পরিকর। তেরখাদা উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই। সেক্ষেত্রে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় এই উপজেলার জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করছি।
এ সময় নবাগত ইউএনওকে বরণ করে নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আখি শেখ। তাকে বরণের সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইউএনও জান্নাতুল আফরোজ স্বর্ণা ৩৫ তম বিসিএস (প্রশাসনিক) ক্যাডার হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন।
খুলনা গেজেট/এএজে