খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
  গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ২ স্কুলছাত্র নিহত

পিছিয়ে গেল সাকিব-লিটনদের ম্যাচ সূচি

ক্রীড়া প্রতিবেদক

তীব্র তাপদাহের মধ্যেই চলছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। ইতোমধ্যেই সুপার লিগের প্রথম ২ রাউন্ডের খেলা শেষ হয়েছে ২ দিন বিরতি দিয়ে। প্রথম রাউন্ড ২২ এপ্রিল ও দ্বিতীয় রাউন্ড শেষ হয় ২৫ এপ্রিল। তৃতীয় রাউন্ড ২৮ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না।

শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম রাউন্ডের সূচি প্রকাশ করা হয়। যেখানে তৃতীয় রাউন্ড পিছিয়ে ২৮ এপ্রিলের পরিবর্তে শুরু হবে ৩০ এপ্রিল।

সেদিন তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিটন-তাসকিনদের আবাহনী লিমিটেড খেলবে সাকিবের শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে। বিকেএসপি ৪ নম্বর মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বিকেএসপির ৩ নম্বর মাঠে মোহামেডান লড়বে শাইনপুকুরের বিপক্ষে। আর ফতুল্লায় প্রাইম ব্যাংক লিমিটেডের প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্স।

ফিকশ্চার অনুযায়ী, চতুর্থ রাউন্ডের খেলা শুরু হবে আগামী ৩ মে। এদিনও হবে যথারীতি ৩টি ম্যাচ। সিসিডিএমের কো-অর্ডিনেটর আলী হোসেন গণমাধ্যমকে জানান, ক্লাব গুলোর আবেদনের প্রেক্ষিতে একদিন বিরতি দিয়ে ৩০ এপ্রিল সুপার লিগের ম্যাচ চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!