খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত
  সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা কঠিন : সিইসি

‘পারস্পারিক সহমর্মিতা ও মমত্ববোধের মাধ্যমে সামাজিক বন্ধন সুদৃঢ় হয়’

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, পারস্পারিক সহমর্মিতা ও মমত্ববোধের মাধ্যমে সামাজিক বন্ধন সুদৃঢ় হয়। এ লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঈদ-উল-ফিতর প্রাক্কালে সমাজের স্বল্প আয়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ঈদবস্ত্র বিতরণ করছেন। তিনি যে কোন সংকটকালে অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। সিটি মেয়র মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বলেন, তাঁর সময় দেশের উন্নয়ন সার্ধিত হচ্ছে এবং অসহায় মানুষের কল্যাণ সাধিত হচ্ছে।

সিটি মেয়র শনিবার (৬ এপ্রিল) সকালে নগরীর ১৩নং ওয়ার্ডের স্বল্প আয়ের পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে কেসিসি’র পক্ষ থেকে এ ঈদবস্ত্র বিতরণ করা হয়।

কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য এস এম খুরশিদ আহম্মেদ টোনা’র সভাপতিত্বে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন।

পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর ২৫নং ওয়ার্ডের স্বল্প আয়ের পরিবারের সদস্যদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেন। কেসিসি’র কাউন্সিলর মো: আলী আকবর টিপু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল।

পরে সিটি মেয়র পর্যায়ক্রমে ১৫, ২৯ ও ৩০ নং ওয়ার্ডের স্বল্প আয়ের পরিবারের সদস্যদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেন।

অনুষ্ঠানসমূহে কেসিসি’র কাউন্সিলর মো. আমিনুল ইসলাম মুন্না, ফকির মো. সাইফুল ইসলাম, এস এম মোজাফফর রশিদী রেজা, সংরক্ষিত আসনের কাউন্সিলর মাহমুদা খাতুন, আওয়ামী লীগ নেতা মোরশেদ আহম্মেদ মনি, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালক আওয়ামী লীগ নেতা জোবায়ের আহমেদ খান জবা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মো. রায়হান ফরিদ, খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

বিকাল ৪টায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক খান জাহান আলী ব্রীজের পশ্চিম চত্বরে স্বল্প আয়ের পরিবারের সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। তালুকদার আব্দুল খালেক ক্রীড়া চক্রের উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ক্রীড়া চক্রের সভাপতি মো. শামীমুর রহমান শামীম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে খুলনা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এ্যাড. আইয়ুব আলী শেখ, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজী শামীম আহসান, সেভেন রিং সিমেন্ট কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক এরশাদ আলী আজাদ, কেসিসি’র কাউন্সিলর মো. আরিফ হোসেন মিঠু, সংরক্ষিত আসনের কাউন্সিলর এ্যাড. জেসমিন পারভীন জলি, সাবেক কাউন্সিলর রেক্সনা কালাম লিলি, আওয়ামী লীগ নেতা শেখ মো. ফারুক হোসেন, জাকির হোসেন ঝন্টু, এনামুল কবির প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!