খুলনা, বাংলাদেশ | ২৬ আশ্বিন, ১৪৩১ | ১১ অক্টোবর, ২০২৪

Breaking News

  পিরোজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে শিশুসহ ৮ জন নিহত

পাইকগাছায় স্কুলের জমি দখল করে ঘর নির্মাণ

শেখ নাদীর শাহ্, পাইকগাছা

খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউট’র জমি দখল করে রাতারাতি ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে নৈশ প্রহরী মেহেদী হাসানকে শো-কজ এবং দখলদারদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।

স্কুল কর্তৃপক্ষ অভিযোগ করেছেন, গভীর রাতে স্কুল সংলগ্ন বাসিন্দা মোঃ রউফ উদ্দীন সানা ও মোঃ আফজাল গাজী কাউকে কোন কিছু না জানিয়ে স্কুলের সদ্য বালি ভরাটকৃত স্কুলের জমি দখল করে সেখানে ঘর তুলেছেন। এ ঘটনায় স্কুলের নৈশ প্রহরী মেহেদী হাসানকে ইতোমধ্যে দায়িত্ব অবহেলার কারণ দেখিয়ে শো-কজ (কারণ দর্শানোর) নোটিশ প্রদান এবং মূল অভিযুক্ত দু’জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয় প্রধান শিক্ষক মধূসুদন সরকার।

প্রধান শিক্ষক মধূসুদন সরকার জানান, সম্প্রতি কয়েক লক্ষ টাকা ব্যায়ে স্কুলের নিচু জমি বালুভরাট করে উঁচু করা হয়েছে। এরপর বৃহস্পতিবার রাতে স্থানীয় বাসিন্দা রউফ উদ্দীন সানা ও মোঃ আফজাল গাজী অজ্ঞাত কারণে স্কুলের ভরাটি জমি দখল নিয়ে সেখানে রাতারাতি ঘর তুলে দিয়েছেন। তবে এ ঘটনায় দখলদারদের সাথে স্কুলের নৈশ প্রহরী মেহেদী হাসানের সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সর্বশেষ রবিবার (১৭ এপ্রিল) দখলদারদের বিরুদ্ধে পাইকগাছা থানায় একটি অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি,এম,আব্দুস ছালাম কেরু বলেন, স্কুলের জমি দখলপূর্বক ঘর বাঁধার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।

এ ব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান বলেন, অভিযোগ পাওয়া মাত্রই অবৈধ দখল উচ্ছেদে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!