খুলনার পাইকগাছায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বন্ধ হয়েছে বাল্যবিবাহ। বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার খড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, উপজেলার খড়িয়া এলাকার বাসিন্দা আব্দুস সাত্তার গাজীর ছেলে আব্দুল কুদ্দুস জোরপূর্বক তার স্কুল পড়ুয়া বোনের সাথে ডুমুরিয়ার লিটন হোসেনের বিয়ের আয়োজন করেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বিয়ে বন্ধে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেনকে ঘটনাস্থলে পাঠান।
এরপর তিনি সহ আনসার কমান্ডার আবু হানিফ, ইউনিয়ন লিডার মোঃ ফয়সাল হোসেন ও ওয়ার্ড লিডার আব্দুর রহমান বিয়ে বাড়িতে পৌছে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত স্কুল পড়ুয়া ওই শিক্ষার্থীর বিয়ে দিবেন না মর্মে অভিভাবকদের মুচলেকায় স্বাক্ষর নিয়ে বিয়ে বন্ধ করেন।