জিতলেই দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত। এমন সহজ সমীকরণ সামনে রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে ১২৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের কারণে ৫২ রানে হেরে যায় বাংলাদেশ।
খেলা শেষে রোববার মিরপুর শেরেবাংলায় অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, নিউজিল্যান্ডকে ১৩০ রানের মধ্যে আটকে রাখার জন্য আমাদের বোলারদের কৃতিত্ব দিতে হবে। তবে আমরা প্রত্যাশিত মানের ব্যাটিংয়ে করতে পারিনি। আমরা যদি এক থেকে দুইটা পার্টনারশিপ গড়তে পারতাম তাহলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত।
পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় খেলায় হেরে গেলেও সিরিজ জয়ে আশাবাদী বাংলাদেশ দলের এ অধিনায়ক বলেন, সিরিজে এখনও দুটি ম্যাচ বাকি আছে। আমি আশা করি আমরা ভালোভাবে কামব্যাক করতে পারব। আমাদের প্রধান টার্গেট সিরিজ জয়।
রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১০.৫ ওভারে ৬২ রানে ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড।
এরপর টম ব্লান্ডেলকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে ৫৫ বলে অবিচ্ছিন্ন ৬৬ রানের জুটি গড়েন হেনরি নিকোলাস। এই জুটিতেই ১২৮/৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে নিউজিল্যান্ড। ২৯ বলে ৩৬ রান করেন নিকোলাস। আর ৩০ বলে ৩০ রান করেন টম ব্লান্ডেল।
টার্গেট তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ২.৫ ওভারে স্কোর বোর্ডে ২৩ রান তুলেন দুই ওপেনার লিটন দাস ও মোহাম্মদ নাঈম শেখ। এরপর ৫৩ রানের ব্যবধানে ১০ উইকেট হারিয়ে ১৯.৪ ওভারে ৭৬ রানে অলআউট হয় বাংলাদেশ। ৫২ রানের জয় পায় নিউজিল্যান্ড।
খুলনা গেজেট/এনএম