খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত
  সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা কঠিন : সিইসি

পবিত্র ঈদ-উল-ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষ্যে খুলনা বেতারের বিশেষ অনুষ্ঠানমালা

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্র তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা প্রচারের আয়োজন করেছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ঈদের দিন সকাল ৬ টা ৪০ মিনিটে ঈদের গানের গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান “খুশির সওগাত”, সকাল ১০টা ৫ ছোটদের বিশেষ অনুষ্ঠান “এলো খুশির ঈদ”, সকাল ১০টা ৪৫ মিনিটে বিশেষ রম্য নাটিকা “ঘটকের বিয়ে”, সকাল ১১ টা ৫ মিনিটে নুতন ছায়াছবির গানের গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান “সেলুলয়েড ঈদ”, দুপুর ১২ টা ৫ মিনিটে জনপ্রিয় গানের গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান “ঈদ এলোরে“, দুপুর ২ টা ৩০ মিনিটে বিশেষ গীতিনকশা “ঈদ মোবারক আসসালাম”, বিকাল ৩ টা ৩০ মিনিটে জনপ্রিয় লোকগানের গ্রন্থিত অনুষ্ঠান “ঈদ আনন্দ”, বিকেল ৪ টা ১০ মিনিটে কবিতা আবৃত্তির অনুষ্ঠান “পংক্তিতে ছন্দে, ঈদ আনন্দে”, বিকেল ৪ টা ৩৫ মিনিটে “ঈদের জারী”, বিকেল ৫টা ১৫ মিনিটে ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান “ঈদ এসেছে”, রাত ৯ টা ৫ মিনিটে খুলনা বেতারের উপস্থাপক-উপস্থাপিকা ও সংবাদ পাঠক-পাঠিকাদের অংশগ্রহণে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান “ঈদ আনন্দ মেলা” এবং এবং রাত ১০টায় বিশেষ নাটক “সৌহার্দ্য”।

ঈদের ২য় দিন সকাল ৬ টা ৩০ মিনিটে ভক্তিমূলক গানের গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান “এলো খুশির ঈদ”, সকাল ৮ টা ১৫ মিনিটে ঈদের গান নিয়ে গ্রন্থনাবদ্ধ বিশেষ অনুষ্ঠান “ঈদ মোবারক ইয়া হাবিব”, দুপুর ১২ টা ৩৫ মিনিটে জনপ্রিয় ছায়াছবির গানের সংকলিত বিশেষ সঙ্গীতানুষ্ঠান “এলো খুশির মৌসুম”, দুপুর ২ টা ৩০ মিনিটে বিশেষ নাটক “ফাঁদ”, বিকেল ৪ টা ১০ মিনিটে ব্যান্ড সঙ্গীতের গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান “খুশির ঝলক” এবং রাত ১০ টায় বিশেষ নাটক “ঈদ আনন্দ ঘরে ঘরে” প্রচারিত হবে।

ঈদের ৩য় দিন সকাল ৮ টা ১৫ মিনিটে ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ আঞ্চলিক গানের গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান “রূপসা নদীর পাড়ে”, বেলা ৩ টা ৩০ মিনিটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ বেতার খুলনা থেকে বিভিন্ন সময়ে প্রচারিত গীতিনকশা থেকে নির্বাচিত গান নিয়ে গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান “খুশির হাওয়া“, বিকেল ৪ টা ১০ মিনিটে ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান “ঝংকার”, বিকেল ৪ টা ৩৫ মিনিটে “ঈদের জারী”, বিকেল ৫ টা ১৫ মিনিটে চারণ কবিদের গান নিয়ে অনুষ্ঠান “বাউলিয়ানা”, রাত ১০ টায় বিশেষ নাটক “জীবন যখন যেমন” প্রচারিত হবে।

এছাড়া আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষ্যে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা প্রচারিত হবে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে সকাল ৬ টা ৩০ মিনিটে গ্রন্থনাবদ্ধ গানের বিশেষ অনুষ্ঠান “বাংলার মাটি বাংলার জল”, সকাল ৮ টা ৩০ মিনিটে বিশেষ গীতিনকশা “নুতনের আহবানে”, সকাল ৯ টা ৫ মিনিটে ছোটদের জন্য বিশেষ অনুষ্ঠান “স্বপ্ন সাজাও রঙের মেলায়” দুপুর ১২ টা ১৫ মিনিটে “তাকদুম তাকদুম”, দুপুর ২ টা ৩০ মিনিটে কবিতা আবৃত্তির অনুষ্ঠান “প্রলয়োল্লাস”, বিকেল ৪ টা ১০ মিনিটে বিশেষ আলোচনা অনুষ্ঠান “প্রাণের উৎসব”, বিকেল ৪ টা ৩৫ “মিনিটে নববর্ষের জারী” এবং রাত ১০ টা ৩০ মিনিটে বিশেষ নাটক “তুমি এসেছিলে এই দিনে”।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!