নড়াইলে দ্রব্যমূল্যের উর্ধগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিসহ কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে জেলা প্রশাসক বরাবর নড়াইল জেলা বিএনপি স্মারকলিপি প্রদান করেছে।
মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১১ টায় এই স্মারকলিপি প্রদান করা হয়। এই উপলক্ষে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের একটি দল জেলা প্রশাসকের কার্যালয়ে পৌছালে নিরাপত্তারস্বার্থে পুলিশের নির্দেশনা মোতাবেক জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলী হাসানসহ ৫ সদস্যের প্রতিনিধিদল জেলা প্রশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ ফকরুল হাসানের নিকট স্বারকলিপি প্রদান করেন।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, সারাদেশে দ্রব্যমূল্যের উর্ধগতি, জীবনযাত্রার ব্যায়বৃদ্ধি পাচ্ছে লাগামহীনভাবে, দ্রব্যমুল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, মানুষ অসহায়ভাবে জীবনযাপন করছে।
জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, আজকে দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে, বাজারে চাল ডাল তেল সবকিছুর উর্ধগতি, মানুষ কিনতে পারছে না। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। সেই দাবীতে আমরা স্মারকলিপি দিয়েছি।
এসময় জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলী হাসান, নড়াইল সদর থানা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান আলেক, ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহামুদুল হাসান সানিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/ এস আই