খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সচেতন থাকলে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়াম এ রোগ নিয়ন্ত্রণে রাখার অন্যতম উপায়। পাশাপাশি চিকিৎসকের পরামর্শও গ্রহণ করা উচিত বলে তিনি উল্লেখ করেন।
সিটি মেয়র আজ রবিবার সকালে খুলনা ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২১ পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। ডায়াবেটিক সমিতি-খুলনা এ আলোচনা সভার আয়োজন করে।
তিনি এতদাঞ্চলের ডায়াবেটিস চিকিৎসায় খুলনা ডায়াবেটিক হাসপাতাল কর্তৃপক্ষের ভ‚মিকার প্রশংসা করে বলেন, করোনা মহামারীকালে হাসপাতাল কর্তৃপক্ষ করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য এ হাসপাতালটি ব্যবহারের সুযোগ করে দেন যা চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
খুলনা ডায়াবেটিক সমিতির আহবায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান-এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সমিতির সদস্য সচিব আওয়ামী লীগ নেতা এ্যাড. রজব আলী সরদার। অন্যান্যের মধ্যে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোঃ মারুফুল আলম, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শেখ হায়দার আলী, ডায়াবেটিক হাসপাতালের চীফ মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুস সবুর, মেডিকেল অফিসার এমডি জামান প্রমুখ আলোচনা সভায় বক্তৃতা করেন। সঞ্চালনা করেন ডায়াবেটিস দিবস উদযাপন কমিটির আহবায়ক মফিদুল ইসলাম টুটুল। চিকিৎসক, সাংবাদিকসহ নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
কোভিড সংক্রমণকালে সাহসী ভ‚মিকা রাখার জন্য ডায়াবেটিক সমিতি-খুলনা পক্ষ থেকে অনুষ্ঠানে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক’কে কোভিড-১৯ হিরো স্মারক সম্মাননা এবং ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
দিবসটি পালন উপলক্ষে এর আগে নগরীতে একটি সচেতনতামূলক র্যালী বের করা হয়। সিটি মেয়র বেলুন ও কবুতর উড়িয়ে র্যালীর উদ্বোধন করেন এবং র্যালীর নেতৃত্ব দেন। র্যালীটি ডায়াবেটিক হাসপাতাল থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতালে গিয়ে শেষ হয়।
খুলনা গেজেট/ টি আই