খুলনা, বাংলাদেশ | ২৫ ফাল্গুন, ১৪৩১ | ১০ মার্চ, ২০২৫

Breaking News

  ধর্ষণের মামলার বিচার দ্রুত নিষ্পত্তি করতে আইন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার : আইন উপদেষ্টা
  কোনো বাধা ছাড়া মাগুরায় শিশু ধর্ষণ মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ হাইকোর্টের, শিশুটির বড়বোনকেও নিরাপত্তা দেয়ার নির্দেশ
খালিশপুরে ইফতার ও দোয়া মাহফিল

দেশের প্রতিটি সংকটে জিয়া পরিবারই নেতৃত্ব দিয়েছেন: বকুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, দেশের প্রতিটি সংকটে নেতৃত্ব দিয়েছেন জিয়া পরিবার। বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে এই জাতিকে একটি স্বাধীন রাষ্ট্র দিয়েছেন। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছে। আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছি। ৭ নভেম্বর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সিপাহী জনতা জিয়াউর রহমানকে জেলখানা থেকে উদ্ধার করে নিয়ে এলে তিনি ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে রক্ষা করেছিলেন। ৯০ সালে স্বৈরাচার এরশাদের হাত থেকে জাতিকে মুক্তি দিয়েছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ২০২৪ সালে পতিত স্বৈরাচার শেখ হাসিনার হাত থেকে বাঁচতে ছাত্র-জনতা যে আন্দোলন করেছেন; সে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব ও পরামর্শ দিয়ে জাতিকে মুক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (৯ মার্চ) খালিশপুরের ভাসানী স্কুলমাঠে খালিশপুর অঞ্চলের সকল শিক্ষকদের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিল পুর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একের পর এক ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, মব সৃষ্টি করে ভাঙচুর ও লুটপাটসহ অপরাধ বৃদ্ধির প্রেক্ষাপটে ৮ ফেব্রুয়ারি রাতে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে বিশেষ অভিযান শুরু হয়। বিশেষ অভিযানের এক মাস পূর্ণ হয়েছে। কিন্তু বিশেষ এই অভিযানে দেশের আইন-শৃঙ্খলার মোটেই উন্নতি হয়নি। এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অস্বস্তি কাটেনি, বরং আতঙ্ক বেড়েছে। দক্ষিনাঞ্চলে চরমপন্থিরা মাথাচাড়া দিয়ে উঠেছে। প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, ডাকাতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, ‘তৌহিদী জনতার’ নামে মব সৃষ্টি করে মানুষের বাড়িঘরে হামলা-লুটপাট হচ্ছে। কয়েকটি স্থানে পুলিশের ওপর হামলার ঘটনাও ঘটেছে। বেড়েছে নারী হেনস্থা এবং ধর্ষণের ঘটনা। দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে হলে নির্বাচিত সরকারের প্রয়োজন। অবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষনার জন্য তিনি বর্তমান সরকারের প্রতি আহবান জানান।

বিএনপি নেতা বকুল আরও বলেন, সংস্কারের নামে ড. ইউনুস সরকার নির্বাচন নিয়ে কাল ক্ষেপন করছেন। সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া হঠাৎ করে সব কিছু সংস্কার করা সম্ভব নয়। বিএনপি ২০২৩ সালে ৩১দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। পতিত ফ্যাসিস্ট সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। একই সাথে শিক্ষকদের কল্যানে পদক্ষেপ গ্রহন করা হবে।

হৃদয়ে খুলনা আযোজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। হৃদয়ে খুলনার এডমিন শহিদুল ইসলাম ভিপি শহীদ এর সভাপতিত্বে এবং মো.মঞ্জুর হোসেন ঈসার পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ভাসানী স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ আফরোজা শারমীন। ইফতার মাহফিলে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও খালিশপুর অঞ্চলের ৫৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপন্থিত ছিলেন। দোয়া ও মুনাজাত করেন স্যাটালাইট স্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা মাসুম বিল্লাহ।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!