কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল বলেছেন, বিএনপিতে কোনো চাঁদাবাজ-সন্ত্রাসীর স্থান হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে তাকে আইনের হাতে তুলে দেবেন।আওয়ামী লীগ যে অন্যায় করেছে, সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে। তারা যে জালিম তা মানুষ বুঝে গেছে। আমরা তাদের মতো জালিম হব না। আমরা ভালোবাসা, সম্মান এবং ভদ্রতা দিয়ে মানুষের মন জয় করব, মানুষের সেবা করব।
তিনি আরো বলেন, জিয়াউর রহমানের মৃত্যুর ৪৩ বছর পরও তার বিরুদ্ধে কেউ অনিয়মের অভিযোগ তুলতে পারেনি। বাবার সেই আদর্শেই বিএনপির রাজনীতিতে হাল ধরেছেন আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান। আমরা সেই নেতার আদর্শের সৈনিক। গত ৫ আগস্ট পরিবর্তনের পর আমাদের কিছু নেতা কর্মী অনিয়মে জড়িয়ে পড়েছেন। এরই মধ্যে সন্ত্রাসী-চাঁদাবাজদের চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করা হচ্ছে। তাদের মধ্যে অনেক বড় নেতাও রয়েছেন। সামনে জাতীয় নির্বাচন। এ উপলক্ষে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত সব কর্মকাণ্ড যথাযথ বাস্তবায়নে সকলের প্রতি আহবান জানান তিনি।
সোমবার (১০ মার্চ) বিকেলে রূপসা উপজেলা বিএনপির আয়োজনে পালেরবাজার মাঠে এতিম ও সুধিজনদের সম্মানে বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
উপজেলা বিএনপি সদস্য সচিব জাবেদ মল্লিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহবায়ক এডভোকেট মোমরেজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জুলফিকার আলী খান জুলু, মোল্লা খাইরুল ইসলাম,শেখ আব্দুর রশিদ,জি এম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুল রহমান, জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা স্বেচ্ছাসেবকদের সদস্য সচিব আ: মান্নান মিস্ত্রি।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ আবু সাইদ এর সঞ্চালনায় বক্তৃতা করেন জেলা মহিলা দলের সভাপতি এড.তাসলিমা খাতুন ছন্দা,শাহনাজ ইসলাম,জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম মোস্তফা তুহিন, যুবনেতা রিয়াজুল ইসলাম, আ:সালাম শেখ, আব্দুল মালেক শেখ,মহিউদ্দিন মিন্টুর, কালাম গোলদার, হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান আছাফুর রহমান, আনোয়ার হোসেন খান, আজিজুর রহমান,সাহাবুদ্দীন ইজারাদার, দিদারুল ইসলাম,রবিউল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব রুবেল মীর,মুন্না সরদার, শাহজামাল প্রিন্স,তরিকুল ইসলাম রিপন, আবু সাঈদ,শফিকুল ইসলাম প্রমূখ।দোয়া মোনাজাত করেন হাফেজ মো: জাহিদুল ইসলাম।
খুলনা গেজেট/এমএম