মহানগর মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, নারীর অধিকার প্রতিষ্ঠা করতে শেখ হাসিনার কোন বিকল্প নেই। নারীর এই অধিকার আদায় করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। শেখ হাসিনা রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ থেকেই নারীর সম্মান ও অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।
নেতৃবৃন্দ আরও বলেন, এখনও অনেক নারী অবহেলিত আছে। তাদের পাশে গিয়ে আমাদের দাড়াতে হবে। সমাজের অর্ধেকের বেশী নারী। নারীদের যোগ্যতা ও মেধাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে উন্নত স্মার্ট দেশে রূপান্তর করতে হবে। সে জন্যে সকলকে ছোট খাটো ভুলভ্রান্তিকে পেছনে ফেলে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একযোগে কাজ করতে হবে।
বুধবার বিকেল ৪টায় মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
মহানগর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুমানোয়ারা বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ্যাড. সুলতানা রহমান শিল্পীর পরিচালনায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মমতাজ বেগম, রেহানা গাজী, জেসমিন সুলতানা শম্পা, মামনুরয়ারা জাকির খুকুমনি, পারভীন হাসমত, বলাকা রায়, পারভীন ইলিয়াছ, নূরীনা রহমান বিউটি, নুরজাহান রুমি, এ্যাড. সাহারা ইরানী পিয়া, তসলিম খাতুন লিমা, জাহানারা সিরাজ, সৈয়াদা হেনা বেগম, সাবনাম সাবা,ফারহানা হক, কামরুন নাহার কাজল, নাছিমা খান কাজল, রাশিদা হক মুক্তা, রিনা চৌধুরী, ওসিরণ কবিতা, সাহানা ভানু, সাবিহা ইসলাম আঙ্গুর, সবনাম মুস্তারি বকুল, লাকী আক্তার, আফরোজা হক কোহিনুর, রেখা খানম, রোকেয়া রহমান, সাহানুর বেগম, মোর্শেদা দেলোয়ারা মলি, স্মরণী ইসলাম সুইটি, মিনু আহমেদ, মাকসুদা খানম পাখি, জলিনা আক্তার জলি, রেহানা পারভীন মলি, রোকসানা খাতুন, রুবি আক্তার, খাদিজা বেগম, সুফিয়া বেগম সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
আলোচনা সভা শেষে এক বিশাল কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
খুলনা গেজেট/এনএম