খুলনায় জন ও যান চলাচলের সুবিধার্থে নগরীর বিভিন্ন সড়ক ও ফুটপাথে উচ্ছেদ অভিযান চালিয়েছে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি)। আজ মঙ্গলবার (৫ মার্চ) সকালে নগরীর সোনাডাঙ্গা থানাধীন মুজগুন্নী মহাসড়ক ও এম এ বারী সড়কে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে অভিযুক্ত ব্যবসায়ীদের জরিমানাও করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, কেসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম।
এ সময় মুজগুন্নী মহাসড়কে ব্যবসা করার দায়ে ৪ ব্যবসায়ী কে মোট সাড়ে ১৪ হাজার টাকা জরিমানা করে তাৎনিক আদায় করা হয়।
কেসিসি’র এস্টেট অফিসার নুরুজ্জামান তালুকদার, বাজার সুপার এম এ মাজেদসহ মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
খুলনা গেজেট/ টিএ