খুলনা, বাংলাদেশ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  শাহজালাল বিমানবন্দর থেকে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক, চলছে জিজ্ঞাসাবাদ
  ভারতের হায়দরাবাদে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, আট শিশুসহ নিহত ১৭

নগরীতে দুস্থদের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার

নিজস্ব প্রতি‌বেদক

বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ বীর এর আয়োজনে দুস্থদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ৫৫ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে এ উপহার বিতরণ করা হয়।

মঙ্গলবার(২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মাঠে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।

ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ উদ্বোধন করেন ১৭ বীর এর অধিনায়ক বিএ-৬৯৩২, মীর্জা মোঃ ইশতিয়াক আহমেদ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১৭ বীর এর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন মোঃ আলিপ, ক্যাপ্টেন মোঃ মেহেদী হাসান প্রমুখ।

খুলনা সদর থানার আওতাধীন এক হাজার দুস্থ অসহায় নারী পুরুষের মধ্যে ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে দুই কেজি চাল, দুই প্যাকেট লাচ্ছি সেমাই, চিনি ৫০০ গ্রাম, সয়াবিন তেল আধা লিটার ও ৫০০ গ্রাম মশুরের ডাল দেওয়া হয়।

অনুষ্ঠানস্থলে নিরাপত্তায় টুটপাড়া পুলিশ ফাঁড়ির আইসি এস আই মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে সাত সদস্যের একটি টিম ও ১৭ বীর এর সদস্যগন নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!