খুলনা মেট্রোপলিটন পুলিশ গত ২৪ ঘন্টার অভিযানে সাড়ে ৪ কেজি গাঁজা ও ৬০০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে সোনাডাঙ্গা থানাধীন বানিয়াখামার গাবতলার মোড় এলাকার নাদিম শেখের ছেলে হেলাল শেখ (২৫), খালিশপুর থানার নিউমার্কেট কাঁচা বাজার এলাকার আনিসুর রহমান সরদারের ছেলে মোঃ বেলায়েত হোসেন (২০) ও একই এলাকার হুমায়ুন শিকদারের মেয়ে মোছাঃ সাথী বেগম (২২)।
এছাড়া মহানগরী থেকে আব্দুর রহিমের স্ত্রী মোছাঃ পারুল খাতুন, মৃত সানু মিয়ার ছেলে মোঃ মফিজ মিয়াকে মাদকদ্রব্য সহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে ৪ টি মামলা করা হয়েছে।
খুলনা গেজেট/ এস আই