খুলনায় অপহরণকারীকে গ্রেপ্তারসহ অপহৃত স্কুল শিক্ষার্থীকে উদ্ধার করেছে র্যাব।
আটক অপহরণকারীর নাম আরিফুল সরদার (২৫)। সে ডুমুরিয়ার সরদার বাড়ি এলাকার মৃত বশির উদ্দিন সরদারের ছেলে।
র্যাব জানায়, গত ১৩ মার্চ সকাল সাড়ে সাতটায় দশম শ্রেণীতে পড়ুয়া এক নাবালিকা শিক্ষার্থী কোচিং এর উদ্দেশ্যে বাসা থেকে বের হলে আসামি আরিফুল সরদারসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন মিলে তাকে অপহরণ করে।
আসামি দীর্ঘদিন থেকে এই নাবালিকা ভিকটিমকে তার স্কুল ও কোচিং এ যাওয়ার সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এই ঘটনায় ভিকটিম এর মা র্যাব-৬, খুলনাতে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে র্যাব এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেপ্তার ও অপহৃত নাবালিকাকে উদ্ধারে অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় বুধবার (১৬ মার্চ) রাত সাড়ে আটটায় তারা জানতে পারে যে, ভিকটিমসহ অপহরণকারী ডুমুরিয়া থানা এলাকায় অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি অভিযান পরিচালনা করে। এসময় আসামি আরিফুল সরদারকে আটক এবং অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে কেএমপি খুলনার লবনচরা থানায় হস্তান্তর করে। আসামির বিরুদ্ধে ভিকটিমের মা বাদী হয়ে র্যাবের সহযোগীতায় মামলা দায়ের করে।
খুলনা গেজেট/ এস আই