জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে খুলনায় ২ টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২০ জুলাই) দুপুরে খুলনা মহানগরীর দৌলতপুরে এ বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।
প্রতিষ্ঠান দু’টি হলো- দৌলতপুর বাজারের মল্লিক ইলেকট্রনিক্সকে ১৫ হাজার টাকা এবং তাসনিম ইলেকট্রনিক্সকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম।
খুলনা গেজেট / আ হ আ