খুলনার দৌলতপুর নির্বাচন কমিশন অফিসে চোরেরা তিনটি ল্যাবটপ, ক্যামেরাসহ প্রায় সাড়ে ৭ লাখ টাকার মালামাল চুরি করেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার ও তিনটি ল্যাবটপ উদ্ধার করেছে।
সোমবার (০৬ মার্চ) দিবাগত রাতের যে কোন সময় দুর্বৃত্তরা সেখান থেকে জানালার গ্রিল কেটে এসব মালামাল নিয়ে যায়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন খালিশপুর লিবার্টি স্টাণ্ডের ঝরনার বাড়ির ভাড়াটিয়া মোঃ নয়ন খা (২০)। তাঁর বাবার নাম জয়নাল খা, নয়বাটি এলাকার হাসান শেখের ছেলে সোহেল শেখ (২১)।
দৌলতপুর থানা নির্বাচন কর্মকর্তা এটি এম শামীম মাহমুদ জানান, সোমবার (০৬ মার্চ) দৌলতপুর থানা এলাকার নতুন রাস্তা মোড়ের নির্বাচন কমিশন অফিসে রাত পৌনে ৯টার দিকে তালা দিয়ে চলে যান। পরদিন মঙ্গলবার সকালে ফেরদৌস হাসান শাওন অফিসে এসে নীচের জানালার গ্রিল কাটা অবস্থায় দেখে তাঁকে খবর দেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। অজ্ঞাত চোরেরা তিনটি ল্যাবটপ, ডিজিটাল স্বাক্ষর প্যাড, ক্যামেরা, রাউটার, পোর্টাবল হার্ডডিস্ক, মোবাইল, সিম নিয়ে যায়। এ ঘটনায় তিনি বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ বুধবার (০৭ মার্চ) সন্ধ্যা পর্যন্ত চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার ও তিনটি ল্যাবটপ উদ্ধার করেছে।
দৌলতপুর থানার ওসি কাজী কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ অভিযোগ পাওয়ার পরই অভিযান শুরু করে। ইতিমধ্যে এ ঘটনায় দু’জনকে গ্রেপ্তার ও তিনটি ল্যাবটপ উদ্ধার হয়েছে। বাকীদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
খুলনা গেজেট/কেডি