সাফের শ্রেষ্ঠত্ব অর্জন করে দেশে ফেরার পর থেকে একে পুরস্কারের খবর পাচ্ছেন বাংলাদেশ নারী দলের ফুটবলাররা। বুধবার সকালে সবার আগে পুরস্কারের ঘোষণা আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে। এরপর একে একে তমা গ্রুপ ও এনভয় গ্রুপের পক্ষ থেকেও এসেছে পুরস্কারের ঘোষণা।
নারী দলকে ৫০ লাখ টাকা অর্থ পুরস্কার দেয়ার ঘোষণা দেয় বিসিবি। বুধবার সকালে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা।
এক বার্তায় বিসিবি সভাপতি নাজমুল হাসান নারী ফুটবলারদের অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, ‘দারুণ খেলে ও ঐতিহাসিক সাফল্য অর্জন করে মেয়েদের দল পুরো দেশকে গর্বিত করেছে। আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা হিসেবে ও তাদের প্রচেষ্টাকে বাহবা দেয়ার জন্য আমি বিসিবির পক্ষ থেকে পুরো দলকে ৫০ লাখ টাকা দেয়ার ঘোষণা দিচ্ছি।’
বাফুফের পক্ষ থেকে বিমানবন্দরে সাবিনা-কৃষ্ণাদের অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি ও তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান মানিক। তিনিও তমা গ্রুপের পক্ষ থেকে নারী দলকে ৫০ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দেন।
সাংবাদিকদের তিনি বলেন, ‘নারী ফুটবল দল বাংলাদেশকে গর্বিত করেছে। তমা গ্রুপ ফুটবল উন্নয়নে থাকে। এরই অংশ হিসেবে নারীদের ৫০ লাখ টাকা পুরস্কার প্রদান করা হবে।’
এরপর দুপুরে বাফুফে কার্যালয়ে আরও ৫০ লাখ টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেন বাফুফের জ্যেষ্ঠ সহ-সভাপতি সালাম মুর্শেদী। এ সময় তিনি বলেন, তার স্ত্রী ও এনভয় গ্রুপের চেয়ারম্যান শারমিন সালামের পক্ষ থেকে অর্ধ কোটি টাকা পুরস্কার দেয়া হবে নারী দলকে।