খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফু্জ্জামান বাবর
  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু
  মোংলার চাপড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২
  গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র : আজ প্রধান উপদেষ্টার নেতৃত্বে সর্বদলীয় বৈঠক

দেশ সেরা ডিজিটাল কনটেন্ট নির্মাতা খুলনার রুমানা

নিজস্ব প্রতিবেদক

দেশ সেরা ডিজিটাল কনটেন্ট নির্মাতা হিসেবে নির্বাচিত হয়েছেন খুলনার রুমানা আফরোজ। তিনি বর্তমানে বাংলাদেশ ব্যাংক স্টাফ কোয়াটার্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

তিনি বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন-এর আওতায় পরিচালিত শিক্ষক বাতায়নে দীর্ঘদিন কাজ করে আসছেন। এখন পর্যন্ত শিক্ষক বাতায়নে ১২৫টি ডিজিটাল কনটেন্ট, ৭১৫টি ব্লগ, ১৫৭টি চিত্র, ৩০টি ভিডিও কনটেন্ট আপলোড করেছেন। দীর্ঘদিন যাবত তার নির্মিত বিভিন্ন কনটেন্ট পর্যালোচনা করে গত ৩ মার্চ শুক্রবার শিক্ষক বাতায়ন ওয়েব সাইটে চলতি পাক্ষিকের সেরা কনটেন্ট নির্মাতা হিসেবে তাকে স্বীকৃতি দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তিনি ডিজিটাল কনটেন্ট নির্মাণ করে এ সাফল্য অর্জন করেছেন।

অন্যদিকে এ সাফল্য অর্জনে সহকারী শিক্ষক রুমানা আফরোজকে বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, অভিভাবক এবং ছাত্র-ছাত্রী ছাড়াও সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর দফতর কর্তৃক বাস্তবায়িত এ-টুআই প্রকল্পের আওতায় পরিচালিত শিক্ষা বিভাগের প্রায় ৬ লক্ষ সক্রিয় শিক্ষকের জনপ্রিয় পোর্টাল ও ডিজিটাল শিক্ষাদান পদ্ধতি ও উন্নয়নের ভান্ডার ‘শিক্ষক বাতায়ন’।

প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্তর, মাদ্রাসা বোর্ডের প্রায় ৬ লাখের বেশি শিক্ষক এখানে মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনার জন্য ডিজিটাল কনটেন্ট তৈরি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছেন।

ইতোমধ্যে স্যোসাল মিডিয়াতে অগণিত শুভানুধ্যায়ীরা প্রাথমিকের সহকারী শিক্ষক রুমানা আফরোজকে এ সাফল্য অর্জনে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি আগামীতে এভাবে ডিজিটাল কনটেন্ট নির্মাণ করার মধ্যদিয়ে শিশুদেরকে উৎসাহ ও প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও গণমুখি করতে সহায়ক ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

প্রাথমিকের সহকারী শিক্ষক রুমানা আফরোজ বলেন, কাজের স্বীকৃতি স্বরূপ সেরা কন্টেন্ট নির্মাতা হিসেবে তাকে মনোনীত করার পেছনে শিক্ষক বাতায়ন কর্তৃপক্ষ, খুলনা বিভাগ, জেলা ও থানা প্রাথমিক শিক্ষা পরিবারের সকল কর্মকর্তা ও অনলাইন পোর্টালে কাজের মাধ্যমে পরিচিতজনদের অপরিসীম অবদান রয়েছে।

তিনি বলেন, মহান স্বাধীনতার মাসে এ অর্জন সত্যি অনন্য। পরিশ্রম কখনো বিফল হয় না, বিশ্বাস ছিলো মনে-প্রাণে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!