খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের হাজী ছায়েমউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ রাজা লাঞ্ছিত হয়েছেন।
আজ মঙ্গবার (২ আগস্ট) ক্লাসে ২ ছাত্রের মধ্যে হাতাহাতিকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে তিনি লাঞ্ছিত হয়েছেন বলে এলাকাবাসীর কাছ থেকে জানা যায়। লাঞ্ছিত প্রধান শিক্ষক নিজেও ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
জানা যায়, ১০ শ্রেনীর দুই ছাত্র রাহুল ইসলাম এবং ফয়সাল মোল্যা আজ ক্লাস চলাকালীন সময়ে বিবাদে জড়িয়ে পড়ে। পরবর্তীতে রাহুল ইসলামের কিল-ঘুষিতে ফয়সাল সামান্য আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ফয়সাল মোল্যার চাচা মাসুদ মোল্যা পূর্ব শত্রুতার জের ধরে কিছু অভিভাবককে ভুল বুঝিয়ে বেলা ১২ টার দিকে প্রধান শিক্ষকের রুমে প্রবেশ করে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এবং এক পর্যায়ে তাঁকে মারতে উদ্যত্ত হয়। খবর পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দিঘলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। সমিতির সভাপতি মোঃ আমিরুল ইসলাম এ প্রতিবেদকে বলেন, আমরা খুব দ্রুত সমিতির সভা ডেকে এ ব্যাপারে কর্মসূচী ঘোষণা করবো।
খুলনা গেজেট/ এস আই