খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন বিএনপির প্রাক্তন সভাপতি ও ষ্টার জুট মিলস লিমিটেড এর প্রাক্তন শ্রমিক নেতা এটিএম মোশাররফ হোসেন দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ শনিবার (৯ এপ্রিল) নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন) ।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্রসহ অসংখ্য আত্নীয় স্বজনসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যু সংবাদে উপজেলার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। সকাল ১১ টায় পথের বাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।
রাজনীতির পাশাপাশি তিনি খেলাধুলায় পারদর্শী ছিলেন। সমাজসেবক হিসেবেও তিনি এলাকায় পরিচিত ছিলেন।। জানাজায় তাকে নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক মোঃ সাইফুর রহমান মিন্টু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল, সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, সাবেক সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুর রকিব মল্লিক, সেনহাটী ইউনিয়ন বিএনপির আহবায়ক শেখ মোসলেম উদ্দিন, দিঘলিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সদ্য প্রয়াত এটিএম মোশাররফ হোসেনের একমাত্র পুত্র মোঃ মামুন রেজা অপু সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ । একইদিন বাদ আসর দিঘলিয়া এম এ মজিদ ডিগ্রী কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
খুলনা গেজেট/ টি আই