খুলনার দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সোমবার (২৫ এপ্রিল) উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সংযুক্ত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
সংগঠনের উপজেলা শাখার সভপতি খান নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোল্যা আকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম, দিঘলিয়া থানা অফিসার ইন চার্জ মোঃ আহসানউল্লাহ চৌধূরী, জেলা আঃলীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, সদস্য ফারহানা হালিম, মোসাঃ শাসছুন্নাহার বেগম, আঃলীগনেতা মাষ্টার ইউনুচ আলী, মোঃ আলী রেজা বাচা, মোল্যা ফিরোজ হোসেন, মোঃ সেলিল মল্লিক, শেখ রায়হান, আনিচুর রহমান, সাহেব আলী হুজুর, মোঃ মকবুল হোসেন, কেএম আসাদুজ্জামান, শেখ আনছার আলী, শেখ মঞ্জুর হোসেন, গাজী আঃ রউফ, মোঃ মিজানুর রহমান, যুবলীগনেতা শেখ মনিরুল ইসলাম, মোঃ ইয়াজুল ইসলাম, জেলা ছাত্রলীগের প্রাক্তন সিনিঃ সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের প্রাক্তন সভাপতি মোঃ ফোরকান আহন্মেদ রনি, যুবলীগনেতা শেখ রিয়াজ, মোঃ আনিচুর রহমান, হাবিবুর রহমান তারেক, হাসান মাহামুদ রাকিব, খান তহিদুল ইসলাম, সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, জেলা ছাত্রলীগ নেতা মোঃ নাসিরউদ্দিন, নাহিদ জুম্মান জেড, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন আরাফাত প্রমুখ।