ঐতিহ্যবাহী খুলনার দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি ১৯৯৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান শুক্রবার (৩০ জুন) বিকাল ৫ টায় বিদ্যালয়ের নতুন অডিটোরিয়ামের অনুষ্ঠিত হয়।
এদিকে মিলন মেলায় দীর্ঘদিন পর সহপাঠী এবং শিক্ষকদের সান্নিধ্য পেয়ে সবাই আপ্লুত হয়ে পড়েন সকলেই। মেতে উঠেন গল্প-আড্ডায়।
পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের সভাপতি খান নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা মুজিবুর রহমান, আঃ খালেক হাওলাদার, পরিতোষ কুমার পাল, রাধা রানী মন্ডল, বিবেকানন্দ, বর্তমান শিক্ষক ঝর্না খাতুন।
এসময় সাবেক শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন এসএসসি ‘৯৬ ব্যাচের কৃতি শিক্ষার্থী চ্যানেল 24, দৈনিক সমকাল পত্রিকার খুলনা বিভাগীয় চীফ এডিটর ও খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্টার এম এম মোর্শেদ, প্রাক্তন দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যান মোল্লা ফিরোজ হোসেন, অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক খান আরিফুর রহমান, এশিয়ান পেইন্টিংয়ের এরিয়া ম্যানেজার কামরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোল্লা আওসাফুর রহমান।
খুলনা গেজেট/একরামুল হক লিপু/এমএম