দেশের অন্যান্য স্থানে গ্যাস সরবরাহ হলেও বন্দর নগরী খুলনায় গ্যাস সরবরাহ হয়নি। বৈষম্যের শিকার হয়েছে খুলনা। গ্যাসের অভাবে উৎপাদন ব্যয় বৃদ্ধি হওয়ায় টেক্সটাইল মিল, নিউজপ্রিন্ট মিলস্, হার্ডবোর্ড মিলস্, দাদা ম্যাচ ও জুট মিলগুলো বন্ধ হয়েছে। বেকারী শিল্প, ওয়েল্ডিং, ছাপাখানা ও অক্সিজেন ফ্যাক্টরীগুলোতে ব্যয় বেড়েছে। গৃহস্থলীরা হিমশিম খাচ্ছে। সুযোগ বুঝে বেসরকারী কোম্পানীগুলো গ্যাসের দাম বৃদ্ধি করেছে। শিল্প শহর খুলনাকে বাঁচাতে অবিলম্বে গ্যাস সরবরাহের দাবি করেছে নাগরিক আন্দোলন।
আজ শনিবার বিকেলে স্থানীয় বিএমএ মিলনায়তনে নাগরিক আন্দোলনের নিয়মিত সভায় এ দাবি করা হয়। বলা হয় অবিলম্বে এ দাবি পূরণ না হলে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হবে। সভায় বক্তারা গল্লামারী ব্রীজের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত ভারী যানবাহন চলাচল অবিলম্বে বন্ধ করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এ পদক্ষেপ না নিলে দুর্ঘটনা ঘটতে পারে।
নিয়মিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য মোঃ আব্দুস সবুর। আলোচনায় অংশ নেন ডা. শেখ বাহারুল আলম, বীর মুক্তিযোদ্ধা এড. আফম মহসিন, ডা. এটিএম মঞ্জুর মোরশেদ, মোঃ লোকমান হাকিম, সেখ রুহুল আমিন, কাজী আবু সউদ, কাজী মোতাহার রহমান বাবু, এস এম কামরুল ইসলাম, কবির হোসেন বাবু প্রমূখ।
খুলনা গেজেট/এনএম