খান মাসুম বিল্লাহ দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন।
সোমবার (১৩ মার্চ) নবাগত ইউএনও কে শুভেচ্ছা জানান উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম ও সদ্য বিদায়ী ইউএনও মোঃ মাহবুবুল আলম। এর আগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নবাগত ইউএনও কে বরণ করে নেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
খান মাসুম বিল্লাহ ৩৪ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হয়ে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের মধ্য দিয়ে চাকুরী জীবন শুরু করেন। দিঘলিয়া উপজেলায় ইউএনও হিসেবে যোগদানের পূর্বে তিনি কোটচাঁদপুর উপজেলার ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি বাগেরহাট জেলার সদর উপজেলায়।
নবাগত ইউএনও সাংবাদিকদের বলেন, আমি সবাইকে নিয়ে কাজ করবো। সবাইকে নিয়ে কাজ করলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সহজতর হবে। সততা, দেশপ্রেম, পেশাদারিত্ব এই তিনটির সন্নিবেশনে যদি আমি বা আমরা কাজ করতে পারি, তাহলে সরকারের যে উন্নয়ন লক্ষ্যমাত্রার যাত্রা সেটি যথাযথভাবে বাস্তবায়ন হবে।
খুলনা গেজেট/ বিএম শহিদুল