খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দুদক সংস্কারে ৪৭ প্রস্তাবনা কমিশনের; কাল দেয়া হবে প্রধান উপদেষ্টা কে
  ভারত-বাংলাদেশ সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
  নির্বাচন যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে, ভ্যাট বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে : মির্জা ফখরুল

দাকোপে সীমানা পিলারসহ আটক ১, পলাতক ৪

দাকোপ প্রতিনিধি

খুলনার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নে ধোপাদী মধ্যপাড়া এলাকা থেকে সীমানা পিলার ব্যবসায়িক চক্রের মুলহোতা আটক। ঘটনার সাথে জড়িত আরও ৩ সক্রিয় সদস্য পালিয়ে গেলেও থানায় একটি মামলা দায়ের হয়েছে।

দাকোপ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত গভীর রাতে কৈলাশগঞ্জ ইউনিয়নে ধোপাদী গ্রামে আবু তালেব গাজীর পুত্র রশিদ গাজী (৪৮), হালিম শেখের পুত্র মোঃ আল আমীন শেখ (৩০), মৃত বনমালী মন্ডলের পুত্র আসীম মন্ডল (৩৫), মৃত অন্তত মন্ডলের পুত্র কিরন মন্ডল (২৩) ও পাশ্ববর্তী বটিয়াঘাটা উপজেলা বিরাট গ্রামের খালেক গাজীর পুত্র রফিক কুল গাজী নামে সংঘবদ্ধ সীমানা পিলার চক্রের দল আলামীন শেখের বাড়ীতেই সীমানা পিলার কেনা বেঁচা করছে।

এমন গোপন সংবাদ পেয়ে দাকোপ থানার এস আই বিজয় কৃষ্ণ কর্মকার, আজমীর হোসেন এর নেতৃত্বে সঙ্গী পুলিশ ফোর্স মোল্লা নাইমুর, রফিকুল, ইসমাইল ইসলামের সহযোগীতায় ওই রাতেই অভিযান চালিয়ে ঘটনাস্হল হতে সীমানা পিলারসহ রশিদ গাজীকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর কয়জন পালিয়ে যায়। পরবর্তীতে রশিদ গাজীকে থানায় এনে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘ দিন ধরে এই চক্রের সাথে ব্যবসা করে আসছে বলে জানায়। এ ব্যাপারে দাকোপ থানা ৪২০/৪০৬ ধারায় একটি মামলা দায়ের হয়েছে। যার নং -১০।

এ ব্যাপারে দাকোপ থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানায় মামলা হয়েছে আসামীদের বিরুদ্ধে। আটক আসামী রশিদ গাজীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!