খুলনা, বাংলাদেশ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  দুদকের মামলায় বিএনপিনেতা আমানউল্লাহ আমানের ১৩ বছরের সাজা বাতিল করে খালাস দিয়েছেন আপিল বিভাগ
  রমনার বটমূলে বোমা হামলার মামলায় হাইকোর্টের রায় ৮ মে
  ৩৬ ঘণ্টার মধ্যে ভারতের হামলার গোয়েন্দা তথ্য আছে : পাকিস্তানের তথ্যমন্ত্রী

ত্রাতার ভূমিকায় লিটন-মুশফিক

ক্রীড়া ডেস্ক

সকালের ৪০ মিনিটের ঝড়ের পর ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন মুশফিকুর রহিম এবং লিটন দাস। এই দুইজনের ব্যাটেই শুরুর ধাক্কা কাটিয়ে উঠার চেষ্টা করছে বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে তাদের শতরানের জুটিতে ঘুরে দাঁড়াচ্ছে টাইগাররা। মুশফিক এবং লিটন দুজনই ধীরস্থির ব্যাটিং করে ব্যক্তিগত অর্ধশতক তুলে নিয়েছেন। লিটন ৯৬ বলে ৮ চারে পঞ্চাশের ঘর পার করেছেন আর মুশফিক ১১২ বলে করেছেন টেস্ট ক্যারিয়ারের ২৬ তম ফিফটি।

চট্টগ্রাম টেস্ট নিষ্প্রাণ ড্র করার পর ঢাকায় ফিরে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ছিল অধিনায়ক মুমিনুল হকের দলের। মিরপুরের টস ভাগ্যটাও কথা বলে স্বাগতিকদের হয়ে। আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলের উপস্থিতিতে যেখানে নিজেদেরকে মেলে ধরার তাড়না, অথচ সেখানে কি হতশ্রী ব্যাটিংই না করল বাংলাদেশ দল। দুই লঙ্কান পেসারের বোলিং তোপে মাত্র ২৪ রানেই ৫ উইকেট হারিয়ে বসেছিল তারা।

এই ধসের শুরুটা হয় তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়কে দিয়ে। ম্যাচের দ্বিতীয় বলে রানের খাতা না খুলেই ফেরেন এই ডানহাতি। পরের ওভারেই সাজঘরের পথ ধরেন আরেক ওপেনার তামিম ইকবালও। তিনিও খুলতে পারেননি রানের খাতা। আসিথা ফার্নান্দোর বলে দারুণ এক ক্যাচ নিয়ে তাকে ফেরান প্রাভিন জয়াবিক্রমা।

দুই ব্যাটসম্যান শূন্য রানে আউট হওয়ায় লজ্জার রেকর্ডের সঙ্গী হয় বাংলাদেশ। ২০১৪ সালের পর আবার টেস্টে দুই ওপেনার ফেরেন কোনো রান না করেই। বাংলাদেশ দল এমন ঘটনার সাক্ষী হলো তৃতীয়বার। তিনবারই নাম আছে তামিমের। আজকের আগে সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ০ রানে আউট হয়েছিলেন বাংলাদেশের দুই ওপেনার। তার আগের ঘটনাটি ছিল ২০১০ সালে।

দুই ওপেনারের ব্যর্থতায় যেখানে দায়িত্ব নিয়ে খেলার উচিৎ ছিল অধিনায়ক মুমিনুলের, সেখানে আবার ব্যর্থ তিনি। ফিরলেন ৯ রানে। টানা ৬ ইনিংসে ব্যাট হাতে দুই অঙ্কের ঘর ছুঁতে ব্যর্থ তিনি।

এরপর রাজিথার টানা দুই বলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। বড় শট খেলতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন শান্ত, আর লেগ বিফোরের ফাঁদে পড়ে রিভিউ নিয়েই বাঁচতে পারেননি সাকিব।

৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলের হাল ধরেছিলেন মুশফিক ও লিটন। ফিফটির আগে অবশ্য একবার জীবন পেয়েছেন লিটন। আসিথা ফার্নান্দোর খাটো লেংথের বলে হুক করার লোভ সামলাতে পারেননি তিনি, তবে তার তুলে দেওয়া ক্যাচ হাতে জমাতে পারেননি শ্রীলঙ্কার বদলি ফিল্ডার কামিন্দু মেন্ডিস।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৩৩ রান। মুশফিক ১১৬ বলে ৫২ ও লিটন ১০৫ বলে ৬২ করে এখন ক্রিজে আছেন।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!